Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবা সেবন ও রাখার অপরাধে ইউপি চেয়ারম্যানের কারাদন্ড

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম


ল²ীপুর সংবাদদাতা : ইয়াবা সেবন ও রাখার অপরাধে ল²ীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মশু পাটওয়ারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদÐের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার রাত সাড়ে ১০টার দিকে জকসিন বাজার চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান এ রায় প্রদান করেন। এর আগে র‌্যাব-১১ এর ল²ীপুর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জকসিন বাজারে চেয়ারম্যান মোশারেফ হোসেন মশু পাটওয়ারীর নিজস্ব কার্যালয়ে অভিযান চালিয়ে ৫ পিছ ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সারঞ্জমীদিসহ তাকে আটক করে র‌্যাব-১১ ল²ীপুর ক্যাম্প। র‌্যাব-১১ ল²ীপুর ক্যাম্পের কোম্পানী কামাÐার নরেশ চাকমা জানান, মাদকবিরোধী র‌্যাবের বিশেষ অভিযান চলছে। ইয়াবাসহ লাহারকান্দি ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মশু পাটওয়ারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ