Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌথ প্রযোজনা ও আমদানি করা সিনেমা ঈদে মুক্তি দেয়া যাবে না

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ঈদ বা অন্য কোনো উৎসবে যৌথ প্রযোজনা ও আমদানি করা সিনেমা মুক্তি দেয়া যাবে না। এ সংক্রান্ত একটি রিটে গত বৃহ¯পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ ও এ কে এম জহিরুল হক আদেশ দিয়েছেন। আদেশে বলা হয়েছে, ঈদ ও পয়লা বৈশাখসহ দেশের অন্যান্য উৎসবে প্রেক্ষাগৃহে যৌথ প্রযোজনা ও আমদানি করা কোনো সিনেমা মুক্তি দেওয়া যাবে না। উৎসবের দিনে কেন যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি অবৈধ হবে না? এ সংক্রান্ত একটি রুলও জারি করে আদালত। এতে চার সপ্তাহের মধ্যে তথ্যসচিব, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, তথ্য মন্ত্রণালয়ের উপসচিবকে জবাব দিতে বলা হয়েছে। নিপা এন্টারপ্রাইজের পক্ষে প্রযোজক সেলিনা বেগম যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমা বাংলাদেশের বিশেষ দিবসগুলোতে প্রদর্শনের স্থগিত চেয়ে এই রিট করেন। তার পক্ষে মামলা পরিচালনা করছেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক। আসন্ন রোজার ঈদে ভারতীয় সিনেমা সুলতান এবং ভাইজান এলো রে মুক্তি দেয়ার কথা রয়েছে। এর মধ্যে সুলতান যৌথ প্রযোজনার অনুমতি পেয়েও পিছু হটে। অন্যদিকে, কলকাতার প্রতিষ্ঠান এসকে মুভিজের বাংলাদেশি অংশ এসকে ইন্টারন্যাশনাল ভাইজান এলো রে আমদানি করে মুক্তি দিতে চায়। এর আগে সিনেমাটিকে যৌথ প্রযোজনার বলা হলেও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তা নাকচ করে দেয়। আদালতের আদেশের ফলে এখন এ দুটি চলচ্চিত্র মুক্তি দেয়া যাবে না।

 



 

Show all comments
  • Sk Abir ১৫ মে, ২০১৮, ৭:৫১ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন Tor Bape Mukti diba Cenima
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ