Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের দুই নাটকে আফজাল-সুবর্ণা জুটি

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: চার দশক ধরে আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা জুটির জনপ্রিয়তা। এখনো এ জুটির কোনো নাটক হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। নির্মাতারাও চেষ্টা করেন তাদের জুটি করে নাটক করতে। এ চেষ্টার ফসল হিসেবে এবারের ঈদে এ জুটির দুটি নাটক দেখা যাবে। নাটক দুটি হচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত অক্ষর থেকে উঠে আসা মানুষ ও আরিফ খানের নুরুল আলমের বিয়ে। দুটি নাটকই লিখেছেন সৌদ। আফজাল বলেন, ভালো দুটি চিত্রনাট্যে অভিনয় করেছি। সৌদ ও আরিফ দুজনেই আলাদা কিছু করার চেষ্টা করে সবসময়। এবারও তেমন হয়েছে। সুবর্ণা প্রসঙ্গে বলেন, সুবর্ণাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর আমাদের জুটির একটা আবেগ আছে। সুবর্ণা কোন সময় কোন সংলাপটা কীভাবে বলবে এবং তার উত্তরটা আমি কীভাবে দিলে অনেক ভাল হতে পারে তা পরিকল্পনা করে হয় না। এটা অটোমেটিক হয়ে যায়। এটা দীর্ঘদিনের একটা ব্যাপার। হুট করেই কোনো কিছু হয়ে যায় না। দর্শকও তা বুঝতে পারেন। উল্লেখ্য, সর্বশেষ গত বছরের জুনে প্রচারিত একটি নাটকে দেখা গিয়েছিল আফজাল ও সুবর্ণাকে। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা নাটকের মাধ্যমে ১৯৭৫ সালে তারা প্রথম একসঙ্গে অভিনয় করেন। বিটিভিতে প্রচারিত নাটকটি প্রযোজনা করেছিলেন আবদুল্লাহ আল মামুন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ