রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : আজ ১৫ মে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচন। ইতোমধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে দুই নারী প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এরা হলেনÑ মোছা. নাছিমা (তালগাছ) ও শাহীনা জোয়ারদার (হেলিকপ্টার)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্যা সফুরা বেগমের মৃত্যুর পর পদটি শূন্য হয়। এরপর তফসিল অনুযায়ী আজ ১৫ মে এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ১৬ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও ২৬ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। একই গ্রামের সরদারপাড়ার শাহীনা জোয়ারদার হেলিকপ্টার মার্কা প্রতীক ও মোছা. নাছিমা তালগাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দি¦তা করছেন। উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন জানান, সান্দিড়া উত্তর, কাশিপুর-সান্দিড়া ও দমদমা গ্রাম নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা ২ নং আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ হাজার ৯৭১ জন। এরমধ্যে দুই হাজার ৯৯৪ জন পুরুষ ও দুই হাজার ৯৭৭ জন নারী ভোটার রয়েছে। সান্দিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সান্দিড়া সিরাজ খাঁ উচ্চ বিদ্যালয় ও দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।