Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সান্তাহার ইউপির ২ নং ওয়ার্ডে উপনির্বাচন

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : আজ ১৫ মে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচন। ইতোমধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে দুই নারী প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এরা হলেনÑ মোছা. নাছিমা (তালগাছ) ও শাহীনা জোয়ারদার (হেলিকপ্টার)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্যা সফুরা বেগমের মৃত্যুর পর পদটি শূন্য হয়। এরপর তফসিল অনুযায়ী আজ ১৫ মে এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ১৬ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও ২৬ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। একই গ্রামের সরদারপাড়ার শাহীনা জোয়ারদার হেলিকপ্টার মার্কা প্রতীক ও মোছা. নাছিমা তালগাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দি¦তা করছেন। উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন জানান, সান্দিড়া উত্তর, কাশিপুর-সান্দিড়া ও দমদমা গ্রাম নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা ২ নং আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ হাজার ৯৭১ জন। এরমধ্যে দুই হাজার ৯৯৪ জন পুরুষ ও দুই হাজার ৯৭৭ জন নারী ভোটার রয়েছে। সান্দিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সান্দিড়া সিরাজ খাঁ উচ্চ বিদ্যালয় ও দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ