রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে দিন দিন ঘোড়ার গাড়ির কদর বাড়ছে। বিশেষ করে গ্রামীণ জনপদে কৃষিকাজে ও পণ্য পরিবহনে এ গাড়ি বেশি ব্যবহার হচ্ছে। একসময় এলাকার কৃষকরা ফসল ঘরে তুলতে এবং কৃষিপণ্য পরিবহনে মহিষ-গরুর গাড়ি ব্যবহার করত। সে সময় অবশ্য কৃষকরা বাড়িতে গরু-মহিষ পালত। সে সময় (প্রায় তিন যুগ আগে) গরু-মহিষের দামও বেশ কম ছিল। যে কোনো ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা ১৫-২০ হাজার টাকায় একজোড়া হালের বলদ বা মহিষ ক্রয় করতে পারত। কৃষকরা ওই সময় গরু-মহিষ দিয়ে হালচাষ কারার পাশাপাশি গাড়ি করে কৃষিপণ্য ঘরে তুলত এবং বিভিন্ন হাট-বাজারে নিয়ে যেত; কিন্তু এখন আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন আবিষ্কারের ফলে
কৃষিকাজে গরু-মহিষের ব্যবহার অনেকটা কমলেও দাম বেড়েছে অনেক গুণ। একসময় যে গরু-মহিষ ক্রয় করতে লাগত মাত্র আট থেকে ১০ হাজার টাকা, এখন তা লাগে ৪০-৫০ হাজার টাকা। ফলে গ্রামাঞ্চলে এখন আধুনিক যন্ত্রপাতি কৃষিকাজে ব্যবহার বাড়ছে। তবে বর্তমানে যন্ত্রপাতির দাম ঊর্র্ধ্বগতি হওয়ায় নিম্ন আয়ের কৃষকরা পণ্য পরিবহনে আধুনিক যন্ত্রপাতির পরিবর্তে ব্যাপকভাবে ঘোড়ার গাড়ি ব্যবহার করছে। তাছাড়া তুলনামূলক ঘোড়ার দাম কম হওয়ায় এলাকার কৃষকদের মাঝে দিন দিন ঘোড়া গাড়ির ব্যবহার বাড়ছে। এতে যেমন নিজের কৃষিকাজ হচ্ছে, তেমনি ভাড়ায় খেটে সংসারের বাড়তি আয় বেড়েছে। থেতরাই ইউয়িনের দড়িকিশোরপুর গ্রামের কৃষক হুমায়ুন কবীর জানায়, ইঞ্জিনচালিত পরিবহন দিয়ে নিম্নাঞ্চলের জমির ফসল সরবারহ করা ও গ্রামীণ খানাখন্দে ভরা রাস্তা দিয়ে কৃষিপণ্য ও মালামাল পরিবহন করতে যেখানে কষ্টকর হয়, সেখানে ঘোড়ার গাড়ি সহজেই সে সব খানাখন্দ উপেক্ষা করে পরিবহন করতে পারে। উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরা গ্রামের ঘোড়ার গাড়িচালক সাহাবল হোসেন জানান, আমি নিজের কাজে ব্যবহারের পাশাপাশি আমার ঘোড়ার গাড়ি ভাড়ায় খাটিয়ে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা হিসাবে মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা রোজগার করছি। এতে নিজের সংসারেরও কাজ হচ্ছে, অপর দিকে ব্যয়ের থেকে তিনগুণ আয় হচ্ছে। ফলে এ অঞ্চলের গ্রামীণ জনপদে গোড়ার গাড়ির কদর দিনদিন বেড়েই চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।