Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুরে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে রবি ও বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার উনিশে টাওয়ারের নীচে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের গুলিতে রবির হিসাবরক্ষন কর্মকর্তা আসাদুর রহমান আসাদ ও সহকারী হিসাবরক্ষন কর্মকর্তা ইকবাল হোসেন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে। এদের মধ্যে আসাদ ও ইকবালকে প্রথমে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই এজেন্টের মালিক মহিউদ্দিন জমাদ্দার জানান, গতকাল চান্দনা চৌরাস্তা গ্রেট ওয়াল্ড হাউজিংসোসাইটির নিজ প্রতিষ্ঠান জমাদ্দার এন্টারপ্রাইজ থেকে আসাদ, ইকবাল ও সুমন বিক্রিত ১৫লাখ টাকা ইউসিবি ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দিতে যায়। এসময় ছিনতাইকারিরা তাদের গতিরোধ করে রিভলবার ধরে টাকার ব্যাগ দিতে বলে। পরে ব্যাগ নিয়ে টানাটানির একপর্যায়ে ছিনতাইকারিরা আসাদ ও ইকবালকে লক্ষ্য করে ৪-৫টি গুলি ছুড়ে। খবর পেয়ে গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফাজ্জল হোসেন ও জয়দেবপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ