Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টালি

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

জেসন রাইটম্যান পরিচালিত কমেডি চলচ্চিত্র ‘টালি’। ‘থ্যাঙ্ক ইউ ফর স্মোকিং’ (২০০৬), ‘জুনো’ (২০০৭), ‘আপ ইন দি এয়ার’ (২০০৯), ‘ইয়াং অ্যাডাল্ট’ (২০১১), ‘মেন উইমেন অ্যান্ড চিলড্রেন’ (২০১৪) এবং ‘লেবার ডে’ রাইটম্যান পরিচালিত চলচ্চিত্র।
মারলোর (চার্লিজ থেরন) জীবন তার দুই শিশু সন্তান, এক নবজাতক আর স্বামীকে নিয়ে। তার স্বামী যথেষ্ট সহমর্মী হলেও একদিন সে অনুভব করে একজন স্ত্রী আর মা হিসেবে তাকে সারাটা দিন কতটা খাটতে হয়। তার ভাই তাকে একজন ন্যানির সাহায্য নিতে বললে একজন বহিরাগত তার ঘরে থাকবে এই কারণে সে বিষয়টা মেনে নিতে পারে না। কিন্তু একটা সময় আসে যখন সে তার সিদ্ধান্ত বদলায়। টালি (ম্যাকেনজি ডেভিস) ন্যানি হিসেবে কাজে যোগ দেয়। বিস্মিত হয়ে মারলো উপলব্ধি করে টালি বুদ্ধিদীপ্তভাবে তার সন্তানদেরও দেখভাল করে না, তারও যতœ নেয় নিঃস্বার্থভাবে।

হলিউড শীর্ষ পাঁচ
১ অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার
২ ওভারবোর্ড
৩ আ কোয়ায়েট প্লেস
৪ আই ফিল প্রিটি
৫ টালি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ