Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে ভেজাল ওষুধ বিক্রি

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর পৌরসভা ও আটটি ইউনিয়নের হাট-বাজারে সহস্রাধিক ফার্মেসি রয়েছে। এ সব ফার্মেসিতে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা ওষুধ বিক্রি করে থাকেন। এ ছাড়া অসাধু ওষুধবিক্রেতারা ঢাকার মিটফোর্ড ও ময়মনসিংহ থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন কোম্পানির নামীদামি নকল ওষুধ এনে দেদার বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। কিছুদিন আগে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারে নকল ওষুধ বিক্রির অভিযোগে এক ওষুধব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদÐ দেয়া হয়। সখিপুর সদরের কয়েকটি ওষুধের দোকানে নিয়মিত নকল ওষুধ বিক্রি হয়। সখিপুর ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতিকে বখরা দিয়ে তারা নকল ওষুধ বিক্রি করছে বলে অন্যান্য ফার্মেসির মালিকগণ অভিযোগ করেন। ড্রাগ সুপার সখিপুর এলে ওইসব ফার্মেসি বন্ধ রাখা হয় এবং সখিপুর ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির মাধ্যমে মোট অঙ্কের উৎকোচ দেয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে সখিপুর ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, কোনো ফার্মেসির মালিক যাতে নকল ওষুধ বিক্রি করতে না পারে, সে জন্য আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ