Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে শতভাগ স্কাউটিং ও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে লাখো মানুষের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানে আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এরশাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ অন্যরা। পরে শতভাগ স্কাউটিং, বাল্যবিয়ে মুক্ত শিবগঞ্জ উপজেলা ঘোষণা এবং বাল্যবিয়ে বিরোধী শপথবাক্য পাঠ করান ইউএনও শফিকুল ইসলাম। এ ছাড়া শিবগঞ্জ উপজেলায় আর যেন একটিও বাল্যবিয়ে না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকার আহŸান জানান বক্তারা। এদিকে অনুষ্ঠানকে ঘিরে চারদিকে নারী-পুরুষ লাখো দর্শকে মুখরিত হয়ে উঠে স্টেডিয়াম মাঠ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক আনোয়ার হক ও রেডিও মহানন্দার কথা বন্ধু রেবেকা সুলতানা ইতি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ