Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুম ও গ্রন্থাগার উদ্বোধন

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা  : রাউজান সদরস্থ ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ,খোরশেদ জামান হল ও আলী আকবর চৌ. গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান রাজনীতিবিদ সাইফুল ইসলাম চৌধুরী রানার সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক অরুণ বিজয় দাসের পরিচালনায় বক্তব্য রাখেন ইউএনও শামীম হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, এসিল্যান্ড জোনায়েদ কবির সোহাগ, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ, প্রধান শিক্ষক স্বপন কুমার বণিক, গ্রন্থাগার দাতা আলহাজ আলী আকবর চৌধুরী, হলদাতা মুহাম্মদ খোরশেদ জামান ও মোরশেদ চৌধুরী। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সোহেল, স্কুল কমিটির সদস্য মো. আলমগীর, মো. তসলিম উদ্দীন, টিপন বড়ুয়া, যুবলীগ নেতা আহছান হাবিব চৌধুরী, হাসান মুহাম্মদ রাসেল, তপন দে, আবু ছালেক, ছাত্রলীগ নেতা মুহাম্মদ আসিফ প্রমুখ। হলরুম উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন স্কুলের শিক্ষক মৌলানা হাবিবুল হোসাইন মাইজভাÐারী। পরে ফজলে করিম এমপি ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ