Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

উল্লাপাড়ায় কৃতী সাংবাদিকদের সংবর্ধনা

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ভেজাল ও মাদকবিরোধী সাহসী প্রতিবেদন প্রকাশের জন্য শনিবার উল্লাপাড়া প্রেস ক্লাবে কৃতী সাংবাদিকদেরকে সংবর্ধনা দেয়া হয়। ‘মাদক কে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’Ñ সেøাগানকে সামনে রেখে উল্লাপাড়ার পূর্বদেলুয়া আমজাদ হোসেন স্মৃতি কল্যাণ ট্রাস্ট এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মারুফ বিন হাবিব এতে প্রধান অতিথি ছিলেন। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও যুগের কথা পত্রিকার সম্পাদক হেলাল উদ্দিন, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম ও বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এতে বিশেষ অতিথি ছিলেন। আয়োজক সংগঠনের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সম্পাদক ফেরদৌস হাসান, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সাংবাদিক হাফিজুর রহমান বাবলু প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল হক খোকন, উল্লাপাড়া প্রেস ক্লাবের সম্পাদক, দৈনিক ইনকিলাব উল্লাপাড়া উপজেলা সংবাদদাতা জয়নল আবেদীন জয়, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোটার গোলাম মোস্তফা রুবেল এবং কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য রফিকুল ইসলাম মানিককে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কল্যাণ ভৌমিক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ