রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাভার থেকে স্টাফ রিপোর্টার : ঢাকার সাভারে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন বিষ খেয়ে ও অপরজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহতা করেছে বলে পরিবারের স্বজনরা পুলিশকে জানিয়েছে। গতকাল ভোরে সাভারের কমলাপুর ও কাউন্দিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হচ্ছে- কমলাপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে তিন সন্তানের জনক রিকশাচালক চাঁনমিয়া (৩৮) ও কাউন্দিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে স্থানীয় টেইলার্স দোকানি আব্দুল আলিম (৩২)।
সাভার মডেল থানার এস আই দীপঙ্কর রায় বলেন, রিকশাচালক চাঁনমিয়া বিষপান করে ও টেইলার্স দোকানি আব্দুল আলিম সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে রাতে যে কোনো সময় আত্মহত্যা করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের বরাত দিয়ে এসআই জানান, অভাবের তাড়নায় তারা আত্মহত্যা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।