রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা থেকে সাদেক মামুন : সমাজ সংস্কার, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা রেখে চলেছেন। ইমামগণ ধর্মীয় নেতা। সমাজে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের অধিকারী। মসজিদে প্রতি জুমার দিন কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বয়ান করে থাকেন। এসব বয়ান সুন্দর আদর্শ সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখছে। নবী করিম সা. যেভাবে সমাজ সংস্কারে তাঁর সাহাবায়ে কেরামদের মসজিদভিত্তিক শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার আলো মসজিদের মেহরাব থেকে সমাজে ছড়িয়ে দিতে হবে। ইসলামের স্বার্থে সকল প্রকারের মতপার্থক্য ভুলে ইমামদেরকে এককতারে থাকতে হবে।
গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা শহরের মোগলটুলিতে ঐতিহাসিক শাহসুজা মসজিদে কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ আয়োজিত ‘সমাজ সংস্করণে ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা সোলাইমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মুন্সেফবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান, ইপিজেড কেন্দ্রিয় মসজিদের খতিব মাওলানা জাকির হোসাইন, কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিনুল্যাহ, কাপ্তানবাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহজালাল এবং হাফেজ মাওলানা মাসুদ আহমেদ ইক্বরা, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মুফতি তাওহিদুল ইসলাম, হাফেজ মাওলানা ছফিউল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের সেক্রেটারি মাওলানা আবদুল কাদের
জামাল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।