Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতা থেকে দূরে রেখে বিএনপিকে ধ্বংস করা যাবে না -আকরামুল ইসলাম মিন্টু

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম মিন্টু বলেছেন, হামলা-মামলা আর জেল-জুলুম চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি কোনো ঠুনকো রাজনিতি করেনা। উপমহাদেশের মৌলিক রাজনীতি একটি অনিবার্য মৌলধারাকে নেতৃত্ব দেয় বিএনপি। জোরকরে ক্ষমতা থেকে দ‚রে রাখলেও বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবেনা। পক্ষান্তরে আওয়ামী লীগ একটি সংশোধনকারী ক্ষয়িষ্ণু ধারার রাজনীতিক দল অসাড় রাজনীতির কারণে আওয়ামী রাজনীতির উৎপত্তি স্থল ভারতের রাজনৈতিক ক্ষমতা এখন হিন্দু মৌলবাদীদের হাতে চলে। বাংলাদেশে আওয়ামী লীগ মৌলিক নীতি পরিবর্তন করে ক্ষমতা ধরে রেখেছে। ক্ষমতায় না থাকলে এদের রাজনীতিও থাকবে না। তিনি গত শুক্রবার রাতে দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার নরসিংদীর অসুস্থ সাংবাদিক সরকার আদম আলীকে দেখতে গিয়ে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভ‚ইয়া, ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল হক হিরা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওসমান মোল্লা, ছাত্রদলের সদস্য সচিব মেহেদি হাসান রিফাদ, যুগ্ম আহŸায়ক ঝাপ্পি। আকরামুল ইসলাম বলেন, রাজনীতি ভোগের জন্য নয়, রাজনীতি হচ্ছে ত্যাগের জন্য। যারা রাজনীতিকে ভোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারাই ক্ষমতার জন্য অস্থির হয়ে উঠে। ত্যাগের মাধ্যমে অর্জিত ক্ষমতাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ