Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রি পুন:পাচারকালে স্বামী গ্রেফতার

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : নিজ স্ত্রীকে কৌশলে পাচার করে ভারতে নিয়ে পতিতালয়ে প্রথমে বিক্রি করে। পরে সেখান থেকে পালিয়ে আসার পর আবার স্ত্রীকে পাচারকালে শুক্রবার নিখিল বেপারী (৩৩) নামের এক যুবকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা।সেই সাথে স্ত্রী ও তার পুত্রকে উদ্ধার করা হয়।
র‌্যাব-৮ এর কমান্ডার মো: তাজুল ইসলাম শনিবার তথ্য নিশ্চিত করে জানায়, বরিশালের গৌরনদী উপজেলার নীল কান্তি বেপারীর ছেলে নিখিল বেপারী গত আট বছর আগে কালকিনি উপজেলার কর্নপাড়ার এলাকার হিন্দু পরিবারের এক মেয়েকে বিয়ে করে।তাদের সংসারে ৬ বছরের এক পুত্র সন্তান রয়েছে। এক বছর আগে ভারতে বসবাস করার জন্য নিখিল তার স্ত্রীকে বাংলাদেশ থেকে কৌশলে পাচার করে নিয়ে বিহারের পতিতালয় ৮০হাজার রুপিতে স্থানীয় উজ্জল নামে এক দালাল এর মাধ্যমে বিক্রি করে দেয়, পরে তাকে বাধ্য করে বিভিন্ন অশ্লীল চিত্র ধারন করে রাখে। ঐ মেয়ে কৌশলে ছয় মাস পরে বাংলাদেশে পালিয়ে আসে। এর পর স্বামী নিখিল আবারও দেশে এসে বিভিন্ন প্রলোভন ও অশ্লীল চিত্রের ভয় দেখিয়ে পুত্রসহ স্ত্রীকে শুক্রবার সকালে পরিবহন যোগে বেনাপোল নিয়ে যাওয়ার চেস্টা করলে কালকিনি ভুরঘাটা নামক স্থান থেকে ঐ মেয়ে র‌্যাবকে বিষয়টি অবহিত করে। ফলে অভিযোগের ভিত্তিতে মাদারীপুর র‌্যাব-৮ এক পাচারকারী নিখিল বেপারী আটক করে এবং মা ও শিশু কে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী অপরাধ স্বীকার করেছে। এ ব্যাপারে কালকিনি থানায় মামলা হয়েছে বলে ওসি কৃপা সিন্ধু বালা জানায়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ