Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যানজটে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে

চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় উদ্বেগ

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : অসহনীয় যানজটে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ার প্রেক্ষিতে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির এক সভায় নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। সভায় বলা হয়, চট্টগ্রাম মহানগরীতেও নিত্য যানজটের কারণে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। তাছাড়া গ্যাস, বিদ্যুৎ ও বিশুদ্ধ খাবার পানির সঙ্কট এখনো পুরোপুরি সমাধান হয়নি। এ কারণে রমজানে চট্টগ্রামবাসীকে দুর্ভোগ পোহাতে হবে।
কমিটির চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পাঁয়তারার মাধ্যমে বাজারকে নিয়ন্ত্রণহীন করে তোলে। যা কখনো কাম্য নয়। গতকাল (শনিবার) নগরীর আন্দরকিল্লা রেড ক্রিসেন্ট মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় বক্তারা এসব বিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহŸান জানান।
বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন, সিটি কর্পোরেশন কর্তৃক বন্দরনগরীর গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডার ও চত্বরগুলোতে সৌন্দর্যবর্ধনে নান্দনিকতার ছোঁয়া লাগানো হচ্ছে। যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তবে দুঃখজনক হলেও সত্য, ফ্লাইওভার নির্মাণ করতে গিয়ে চট্টগ্রামের মূল সড়কের বেহাল অবস্থা ও ধুলো-বালিতে জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়লা ইব্রাহিম বানু, ভাইস চেয়ারম্যান শেখ মোজাফফর আহমদ, অধ্যক্ষ নুরুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম, অর্থ সচিব কাজী গোলাপ রহমান, পরিকল্পনা সচিব এস এম সিরাজ-উদ-দৌলা, দপ্তর সম্পাদক আব্দুর রহমান মান্না, প্রচার সম্পাদক হায়দার হোসেন বাদল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ