বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে। গতকাল শনিবার দুপুরে কয়লা খনি গেটের সামনে এক সমাবেশে এই ঘোষণা দেন খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সাধারন সম্পাদক আবু সুফিয়ান, ক্ষতিগ্রস্ত ২০ গ্রাম সমন্বয় কমিটির নেতা মশিউর রহমান বুলবুলসহ কয়েকশত শ্রমিক-কর্মচারী। দাবিগুলো হলো- সাপ্তাহিক ছুটি, ধর্মীয়, ঈদ উৎসব, সরকারি ছুটি ও নৈমিত্তিক ছটির প্রাপ্য মঞ্জুরী প্রদান, রেশনিং ব্যবস্থা চালু রাখা, কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে একই সার্কুলারে কর্মচারী নিয়োগ এবং অগ্রানোগ্রাম অনুযায়ী আউট সোর্সিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ প্রদান, আন্ডারগ্রাউন্ড শ্রমিকদের ৬ ঘন্টা ডিউটি, চুক্তি অনুযায়ী সব জনবল নিয়োগ প্রদান, প্রতি বছর শতকরা ৪০% দক্ষ শ্রমিক উন্নীতকরণ, নতুন এমপিএমএন্ডপি চুক্তিতে এক্সএমসি/সিএমসি কনসোর্টিয়ামের সকল শ্রমিকদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বিসিএমসিএল কর্তৃক তৃতীয় পক্ষের মধ্যে প্রদান প্রভৃতি। আন্দোলনকারী শ্রমিক নেতারা বলেন, ২০১৭ সালের আগষ্ট মাস থেকে কয়লা খনির ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি/সিএমসি’র অধীনে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এরফলে তারা পরিবার-পরিজন নিয়ে দুর্বিসহ জীবন-যাপন করছেন। বিষয়টি জ্বালানী প্রতিমন্ত্রী, জ্বালানী উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলেও কোন কাজ হয়নি। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল খনি কর্তৃপক্ষকে স্বারকলিপি দিয়ে এবং খনি গেটে এক সমাবেশ করে ১২ মে’র মধ্যে ১৩ দফা দাবি বাস্তবায়ন না করা হলে ১৩ মে থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষনা দিয়েছিল খনি শ্রমিক নেতারা। শ্রমিকদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের সমন্বয় কমিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।