Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জন লেনন মন্দ মানুষ ছিলেন’

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম


মার্কিন ন্যাশনাল ফুটবল লিগ তারকা ক্রিস লঙ বলেছেন বিটলস ব্যান্ডের কিংবদন্তী জন লেনন ‘মন্দ মানুষ’ ছিলেন।
টুইটারের ‘বিতর্কিত অথচ সমস্যা সৃষ্টি করবে না এমন মত’ শীর্ষক এক চ্যালেঞ্জে সাড়া দিতে গিয়ে লঙ এমন এক মন্তব্য করেন।
লঙ লিখেছেন : “জন লেনন একজন মন্দ মানুষ ছিলেন।”
তিনি এরপর লিখেছেন : “জন লেনন মন্দ মানুষ ছিলেন কথাটি যদি আপনাকে রাগান্বিত করে তাহলে আমাকে আনফলো করতে পারেন।”
তিনি এমনটি মনে করেন কেন জানতে চাইলে তিনি সাড়া দেন, “আমার জন্য এমন মন্তব্য করা সহজ কারণ বিটলস নিয়ে আমার কোনও পক্ষপাত নেই। কেউ তাদের নিয়ে কোনও বিরূপ মন্তব্য করলে আমার কিছু আসে যায় না।”
লঙ তার এমন মন্তব্যের সমর্থন হিসেবে প্লেবয় সাময়িকীতে লেননের ১৯৮০তে প্রকাশিত এক সাক্ষাতকারের উদ্ধৃতি দেন। তাতে লেনন স্বীকার করেছিলেন তিনি কিছু নারীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। বাস্তবে লেননের প্রথম স্ত্রী সিন্থিয়া তার এক বইয়ে লিখেছিলেন, লেনন একবার তাকে গালে চড় দিয়েছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ