Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতা-বই বিতরণ

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা চত্বরে এক হাজার ১০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধির মাঝে ভাতা বই বিতরণ করা হয়েছে। শিবগঞ্জ পৌরসভার আয়োজনে শনিবার দুপুরে এক হাজার ১০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতা-বই তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান। প্রতিমাসে শিবগঞ্জ পৌরসভার ৭০৫ জন বয়স্ক, ১৬৪ জন বিধবা নারীকে ৫০০ টাকা করে ও ১৪১ জন প্রতিবন্ধী ৭০০ টাকা করে পাবেন। অনুষ্ঠানে শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান ও শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ