Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় মাওলানা আবু তৈয়ব মো. বদরুদ্দোজা জেহাদীর দাফন সম্পন্ন

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ পিরোজপুর জেলা শাখা ও মঠবাড়িয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক ও বিশিষ্ট ওয়ায়েজিন মাওলানা আবু তৈয়ব মো. বদরুদ্দোজা জেহাদীর (৬৫) দাফন গতকাল শনিবার সকালে সম্পন্ন হযেছে। সকালে টিকিকাটা নূরিয়া ফাজিল মাদরাসা ময়দানে জানাজা নামাজ শেষে মাদরাসা সংলগ্ন পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে মোকামিয়া দরবারের পীর সাহেব ও মোকামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মাহমুদুল হাসান, ছারছীনা দরবারের ছোট হুজুর মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী এবং স্থানীয় আলেম-ওলামাসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। মাওলানা জেহাদী শুক্রবার সকালে মঠবাড়িয়া-সাপলেজা সড়কে পাঁচশতকুড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। আবু তৈয়ব জেহাদী উপজেলার টিকিকাটা নূরিয়া সিনিয়র ফাজিলা মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা আ. খালেক মৃধার মেঝ ছেলে। দুই ছেলে সন্তানের বাবা জেহাদী ওই মাদরাসা থেকে এক বছর আগে সিনিয়র শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল করতেন। সু-বক্তা হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। এদিকে জমিয়াতে হিযবুল্লাহ মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ছালেহ, সেক্রেটারি মাওলানা আবু জাফর ছালেহ, পিরোজপুর জেলা যুব হিযবুল্লাহর সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ, ও টিকিকাটা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফরসহ স্থানীয় ওলামায়ে কেরাম তার মৃত্যুতে গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ