রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বসত ঘরে সামনে জোরপূর্বক রাস্তা নেয়ার কাজে বাঁধা দেয়ায় মনির হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেকের নিজস্ব বাহিনী এই হামলা ও ভাঙচুর করে। হামলাকারীরা এসময় ইয়াকুব ও আবুল কালাম নামে ওই ব্যাংক কর্মকর্তার লোকজনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রæতার জের ধরে গতকাল শনিবার ব্রাহ্মনদি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেদ মারুয়াদী এলাকার অগ্রণী ব্যাংকের সেকেন্ড অফিসার মনির হোসেনের বসতঘরের সামনে দিয়ে রাস্তা নেয়ার চেষ্টা করে। এ সময় মনির বাড়ি পেছন দিয়ে আগের রাস্তার জায়গা দিয়ে নেয়ার কথা বরলে তিনি তা রাজি হননি।
শনিবার সকালে আব্দুল খালেক তার বাহিনী নিয়ে ব্যাংক কর্মকর্তা বসতঘরের দরজার সামনে দিয়ে জোরপূর্বক রাস্তা নেয়ার জন্য হাজির হয়। এ সময় মনির হোসেন তাকে পুনরায় বাড়ির পেছন দিয়ে রাস্তা নেয়ার অনুরোধ করলে সে ক্ষিপ্ত হয়ে তার বাহিনীকে বাড়ির চারিদিকে নিরাপত্তা বেড়া ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।