Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে বকেয়া টাকার জন্য অফিস ভাঙচুর

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পার্বতীপুরে ইটভাটার ভ্যাটের বকেয়া টাকার জন্য রাজস্ব বিভাগের লোকেরা ইটভাটা মালিকের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করার গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার হামিদপুর ইউনিয়নের ঢেরের হাটে অবস্থিত মেসার্স সততা ব্রিকসের সরকারি রাজস্ব বাবদ তিন লাখ ৯৬ হাজার টাকা গত মার্চ মাসের মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ভাটার মালিক ওই টাকা পরিশোধ করতে পারেননি। এ জন্য গত বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর রাজস্ব বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা বিপুল রায় ৩০-৩৫ জন সঙ্গীয় লোকবল নিয়ে এসে সততা ব্রিকসের অফিসে এসে ভাটার মালিক ও ম্যানেজারকে খোঁজে। এ সময় মালিক ও ম্যানেজার অফিসের কাজে বাইরে ছিলেন। তাদের না পেয়ে রাজস্ব কর্মকর্তার নির্দেশে লোহার রড ও ইট দিয়ে তারা ম্যানেজারের অফিসের দরজার তালা ভেঙে অফিস তছনছ করে যাবতীয় রেজিস্ট্রার, খাতাপত্র নিয়ে যায়। যাওয়ার সময় উপস্থিত ভাটার শ্রমিকদের কাছে প্রাপ্তিপত্র দিয়ে যায়। পরে ম্যানেজার মাহফুজার রহমান এসে অফিস ভাঙচুর ও তছনছ দেখে মালিককে জানায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ