Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীনগরে এলাকাবাসীর মানববন্ধন

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম


শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া হাজী ওয়াদুদ মিয়ার বিরুদ্ধে সরকারি রাস্তা ও খালের উপর বাড়ি নির্মাণ করায় এলাকাবাসীর মানববন্ধন করেছে। শনিবার সকাল সারে ১০টায় কোলাপাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভ‚মিদস্যু হাজী ওয়াদুদ মিয়া সরকারি রাস্তা ও খালের উপর অবৈধভাবে বালু ভরাট করে পাকা ভবন নির্মাণের প্রতিবাদ করায় গ্রামবাসীর বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করেছেন হাজী ওয়াদুদ। সরকারি রাস্তা ও খাল উদ্ধারসহ এলাকাবাসীর নামে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী। প্রভাবশালী ভূমিদস্যু হাজী ওয়াদুদ অবৈধভাবে খাল দখল করে বালু ভরাট করে পাকা ভবন নির্মাণের ফলে একদিকে যেমন সরকারি খাল ভ‚মিদস্যুদের দখলে চলে যাচ্ছে, অপর দিকে ওই খাল দিয়ে পানি বের হতে না পারায় বিস্তীর্ণ ফসলি জমিতে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ