রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে পুত্রবধূর দায়েরকৃত মামলায় শ্বশুর মো. টোকন মোল্যাকে (৪০) শুক্রবার রাতে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। টোকন মোল্যার বাড়ি উপজেলার চতুল ইউনিয়নে রাজাপুর গ্রামে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম তার শ্বশুর টোকন মোল্যাকে সাথে করে গত ৯ মে বুধবার চতুল ইউনিয়নের বাইখির গ্রামে দাদিশাশুড়ির বোনের বাড়ি বেড়াতে আসে। ওইদিন রাতে তাদের একই ঘরে পাশাপাশি রুমে ঘুমাতে দেয়। দরজা খোলা থাকায় গভীর রাতে লম্পট শ্বশুর ঘুমন্ত পুত্রবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার ওই ভিকটিম বাদী হয়ে শশুর টোকন মোল্যাকে একমাত্র আসামি করে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা করেন। মামলা নম্বর ১২। শুক্রবার রাতে রাজাপুর গ্রামের বাড়ি থেকে টোকন মোল্যাকে গ্রেফতার করা হয়। টোকন পেশায় কৃষক। এ ঘটনার পরে টোকন মোল্যার পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুকান্ত দত্ত বলেন, গতকাল শনিবার ধর্ষিতার মেডিক্যাল পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টোকন মোল্যাকে শনিবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।