বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলী নদীতে জোয়ারের পানিতে তলিয়ে গেছে এক শিশু। গতকাল (শুক্রবার) সকালে শিকলবাহা এলাকায় এ ঘটনা ঘটে। আনুমানিক সাত বছর বয়েসী নিখোঁজ মোঃ আলম ওই এলাকার জসীম উদ্দিনের ছেলে। ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শিকলবাহা এলাকায় সকালে তিন শিশু খেলার ছলে নদীতে নামে। নদীতে জোয়ারের স্রোত বেশি থাকায় তাদের টেনে নেয়ার সময় একজন সাঁতরে তীরে উঠে যায়। অপর দুইজনের মধ্যে একজনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও আলম তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ওই এলাকাসহ আশেপাশে তল্লাশি চালায়। পরে বৈরি আবহাওয়া ও বৃষ্টিপাতের জন্য ডুবুরি দল স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে উদ্ধার অভিযান সমাপ্ত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।