Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে বিয়ারসহ ৩ মাদকব্যবসায়ী আটক

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

 

ইনকিলাব ডেস্ক : কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৩৬ ক্যান বিয়ার এবং ১৬ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল বিকেলে র‌্যাব-৭ এর টেকনাফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটকরা হলেন- উত্তর জালিয়াপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮), চৌধুরীপাড়া এলাকার মৃত আলী জোহারের ছেলে মো. শামসুল আলম (৪৯) ও সদর ইউনিয়নের শিলবনিয়াপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবুল কালাম প্রকাশ কালাইয়া (৩০)।র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা টেকনাফ পৌরসভা উত্তর জালিয়াপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রেজাউল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে। কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, মাদকসহ আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ