Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঝনদীতে ট্রলারডুবি ২০টি স্পিডবোট নিয়ে যাত্রীদের উদ্ধার

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক: কক্সবাজার-মহেশখালী নৌ রুটে ঝড়ো হাওয়ার কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয়রা তৎপরতা চালিয়ে দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে সব যাত্রীকে উদ্ধার করেছে বলে জানান মহেশখালীর ইউএনও আবুল কালাম। গতকাল সন্ধ্যা ৬টার দিকে নৌ রুটের মহেশখালী চ্যানেলে ওই ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম জানান, ট্রলারডুবির খবর পেয়ে প্রায় ২০টি স্পিডবোট নিয়ে যাত্রীদের উদ্ধারে অভিযান চালানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ঘটনার পরপরই পুলিশও বোট নিয়ে উদ্ধার কাজে অংশ নেন। ট্রলারের যাত্রী সাইফুল জানান, সন্ধ্যা ৬টার দিকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে মহেশখালী ঘাট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে তাদের বহনকারী ট্রলারটি। ট্রলারটি নদীর মাঝামাঝি পৌঁছালে অধিক ঢেউ ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে। এ সময় ট্রলারের তলা ফেটে গিয়ে ট্রলারের মূল অংশটি নিমজ্জিত হতে থাকে। উপজেলা প্রশাসনে খবর দেয়া হলে আশপাশের ঘাট থেকে একাধিক স্পিডবোট এসে যাত্রীদের উদ্ধার করে। ট্রলারের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু ছিলেন বলে জানান তিনি। এদিকে বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যার পর থেকে এই রুটে সব ধরণের নৌ চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ