বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর জেলা সংবাদদাতা : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে চাইলে অবশ্যই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। গতকাল গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ৫৫ গ্রামের প্রায় ৯১.৭৮ কিলোমিটার এলাকায় ১৩ কোটি ৭৬ লক্ষ ৭০ হাজার টাকা ব্যায়ে বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধনকালে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন। এর ফলে নতুন করে ৬ হাজার ৩০৯টি পরিবারে বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশের সমমানের তরঙ্গ সুবিধা পাওয়ার কাতারে প্রবেশ করবে। এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্যের আদান প্রদানে এবং মানুষকে সচেতন ও রক্ষায় বাংলাদেশ নতুন উচ্চতায় উঠবে। এর ফলে দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ আরও পারঙ্গমতা দেখাতে পারবে। তিনি বলেন, বিদ্যুৎ ব্যতীত কোনভাবেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। একটি দেশের উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। আমরা দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। কাজেই আমাদের লক্ষ্য শুধু শহরেই নয় তৃণমূলের গ্রাম-গঞ্জের ঘরে ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দেয়া। চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আবু তাহেরের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আ’লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য একেএম রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।