Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

পানি নিষ্কাশন বন্ধ করায় ইরি-বোরো ধান পানির নিচে

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম


দিনাজপুর অফিস : দিনাজপুরের ফুলবাড়ীতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে প্রায় এক হাজার একর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। বছরের প্রধান অর্থকরি ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষকেরা ক্ষতিপূরণের দাবিতে দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে কতৃৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার আবাদী জমিতে পনি নিষ্কাশনের জন্য নির্মিত কালর্ভাটের মুখ বন্ধ করে অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় বৃষ্টির পানিতে বোরো ধানের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে খয়েরবাড়ী ইউনিয়নের নারায়নপুর, লক্ষীপুর, মহাদীপুর, আর্দশগ্রাম, গড়পিংলাই, জয়নগর, বারাই পাড়াসহ কৃষকের প্রায় ১ হাজার একর পাকা-আধাপাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এ ব্যাপারে পুকুর খননকারী দৌলতপুর ইউপি সদস্য হুমাইয়ুন এর সাথে কথা বললে, তিনি বলেন, আমি ছাড়াও এই এলাকায় আরো আটটি পুকুর খননের কারণে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমার পুকুরের পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য জায়গা রাখা হয়েছে সেদিক দিয়ে পনি নিষ্কাশনের ব্যাবস্থা করা যেতে পারে। এই বিষয়ে দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আজিজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এখানে সরকারী বরাদ্ধ দিয়ে পানি নিষ্কাশনের বড় ড্রেন করতে হবে, যাতে এই জলাবদ্ধতা নদীতে নেমে যায়। এই বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার দেখেছেন তারাই ব্যবস্থা নেবেন বলে তিনি জানান। পানি নিষ্কাসনের ব্যবস্থা না করায় পাকা ইরি-বোরো ধান পানির নীচে ডুবে থাকায় জমিতেই ধান পঁচে যেতে বসেছে। দিশেহারা কৃষকেরা নৌকায় কেউবা কোমর পানিতে নেমে ধান কেটে নেয়ার চেষ্টা চালাচ্ছে। এক পর্যায়ে কৃষকেরা গত বৃহস্পতিবার দিনাজপুর-ঢাকা মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করলে উভয় দিকে হাজার হাজার যানবাহন আটকা পড়ে যায়। কৃষকদের সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রিন্সিপাল খুরশিদ আলম মতি ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে কৃষকের পানি নিষ্কাশনের ব্যবস্থার আশ্বাস দিলে মহাসড়ক থেকে গাছ সরিয়ে নিয়ে অবোরোধ প্রত্যাহার করে নেন কৃষকরা। গতকাল শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি নিষ্কাশনের কাজ শুরু না হওয়ায় কৃষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ