Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাউজানে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব সম্পন্ন

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

রাউজান উপজেলা সংবাদদাতা : সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় ও রাউজান উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাউজানের ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার ২য় পর্ব গতকাল শুক্রবার এ.কে.এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানার সভাপতিত্বে ২য় পর্বের উদ্বোধন করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১৮ এর যুগ্ম আহব্বায়ক মাকসুদুল আলম সুমনের পরিচালনায় এতে বিচারকের দায়িত্ব পালন করেন দৃষ্টি চট্টগ্রাম এর সহ-সম্পাদক রিদোয়ান আলম আদনান, সহ-সম্পাদক মুন্না মমজুমদার ও সদস্য মুমু দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট শফিউল আজম, জহির জুয়েল, সাফাত খান, ওয়াহেদ বাবলু। উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, আসিফ জাহান, মইনুদ্দিন জামাল চিশতী, এম আয়ূব খাঁন, অর্জন বড়ুয়া, তারেক হাসান, আসিফ আলম প্রমুখ। ২য় পর্বে জয়ী হয়ে প্রাক চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে রাউজান আর.আর.এ.সি উচ্চ বিদ্যালয়, গশ্চি উচ্চ বিদ্যালয়, ফতেহনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় ও কদলপুর স্কুল এন্ড কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ