রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ বছরের এক যুবতীতে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৬ ফেব্রয়ারী ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার আড়াইহাজার থানায় ধর্ষিতা নিজে বাদী হয়ে ধর্ষক শরিফকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে ওসি এম এ হক জানান, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের মেরারটেক গ্রামের এক যুবতীর সাথে একই গ্রামের দানা মিয়ার ছেলে শরিফ (২৫) এর সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের জের ধরে ৬ ফেব্রয়ারী মেরারটেক গ্রামে মেয়ের খালুর বাড়ীতে ডেকে নেয় শরিফ। পরে শরিফ তার প্রেমিকাকে ডেকে বাড়ীর লাউগাছের নিচে নেয়। ওই খানে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি গর্ভবর্তী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। বর্তমানে মেয়েটি ৩ মাসের গর্ভবর্তী বলে জানা যায়।
এই ঘটনাটি শরিফের পরিবারকে জানালে ক্ষিপ্ত হয়ে ধর্ষক শরিফের লোকজন মেয়ের বাড়ীতে হামলা চালায়। বাধ্য হয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করেন ওই যুবতী। আড়াইহাজার থানার ওসি এম এ হক আরো জানান, ধর্ষক শরিফ বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।