Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে পিতা পুত্রের দ্ব›দ্ব সূরাহা হচ্ছে না সালিশেও

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার ধ্বজী গ্রামে আজহার আলী মাতুব্বর নামের এক পিতার মামলায় হয়রানীর শিকার হয়ে ন্যায় বিচারের আশায় দ্বারে দ্ব¦ারে ঘুরছে তার পুত্র মুহাম্মদ আঃ সাত্তার। আর এনিয়ে গ্রামের গন্যমান্য ব্যক্তি সহ স্থানীয়রা কয়েক দফা সালিশ মিমাংসা করলেও মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েও মামলা তুলছে না পিতা।
গ্রামবাসী ও ভূক্তভোগী জানায়, ধ্বজী গ্রামের আজহার আলী মাতুব্বর দ্বিতীয় বিয়ে করার পরে দ্বিতীয় স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর ছেলে ও মেয়ের প্ররোচনায় একের পর এক সম্পত্তি বিক্রি শুরু করে। আর এতে সম্পত্তি থেকে বঞ্চিত হতে থাকে প্রথম স্ত্রীর সন্তান মুহাম্মদ আঃ সাত্তার। আর তখন পিতার কাছে কান্নাকাটি করে নিজের অধিকারের কথা জানালে পিতা এক প্রকার ন্যায় বিচার করে প্রথম স্ত্রীর সন্তান মুহাম্মদ আঃ সাত্তারকে ১৫৫শতাংশ জমি দলিল মূলে দান করেন। কিন্তু পরক্ষণে দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়েদের চরম চাপের মুখে পড়েন সেই পিতা। আর তখন দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়েদের প্ররোচনায় প্রথম স্ত্রীর সন্তান মুহাম্মদ আঃ সাত্তারের বিরুদ্ধে কোর্টে একটি প্রতারনা মামলা দায়ের করে পিতা। বিষয়টি নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিরা কয়েক দফা সালিশ মিমাংসা করে প্রথম স্ত্রীর সন্তান মুহাম্মদ আঃ সাত্তারকে তার ন্যায্য অধিকার হিসেবে ৬৮শতাংশ জমি রেখে বাকি জমি পিতাকে ফেরৎ দিতে বলা হয়। সালিশ মতে পুত্র মুহাম্মদ আঃ সাত্তার বাকি জমিন তার পিতাকে দলিল মূলে ফেরৎ দেয়। কিন্তু জমি ফেরৎ দিলেও সালিশ মিমাংসা উপেক্ষা করে মামলা প্রত্যাহার করেনি পিতা। আর এতে চরম প্রতারনার শিকার হয়ে ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে পুত্র মুহাম্মদ আঃ সাত্তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ