Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবিতে ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে মধ্যরাতে আবাসিক হলে ভাঙচুর ও দেশীয় অস্ত্রের মহড়া

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম


চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মধ্যরাতে আবাসিক হলে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলের কয়েকটি রুম ভাঙচুর করা হয় এবং এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া দেয়। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে ঘটনার সূত্রপাত। ভাঙচুর চালানো অংশটি চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রেজাউল হক রুবেলের ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে অস্থিতিশীল আবস্থা বিরাজ করছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ স¤পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক জাহাঙ্গীর আলম জীবনকে সভাপতি করা হচ্ছে এমন খবরে সুজনের অনুসারীরা আবাসিক হলে ¯ে¬াগান দেয় এবং আনন্দ উল্লাস করে। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহÑসভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী সিএফসি গ্রæপের নেতাকর্মীররা ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় তারা সোহরাওয়ার্দী, আলাওল, আমানত ও এ এফ রহমান আবাসিক হলের বেশকয়েকটি কক্ষ ভাঙচুর করে। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন আবাসিক হলে থাকা সুজনের অনুসারীদের ধাওয়া দিয়ে ক্যা¤পাস থেকে বের করে দেয় সিএফসি গ্রæপের কর্মীরা এবং ক্যা¤পাসে দেশীয় অস্ত্রের মহড়া দিতে থাকে তারা। এ সময় তারা টাকা দিয়ে কেনা কমিটি মানিনা, মানবো না বলে ¯ে¬াগানও দেয় সিএফসি গ্রæপের নেতাকর্মীররা। এ ব্যাপারে রেজাউল হক রুবেল বলেন, আমরা দীর্ঘদীন যাবৎ ক্যাম্পাসে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের প্রয়াত সভাপতি মহিউদ্দিন চৌধুরীর প্রতিনিধিত্ব করেছি বর্তমানে তার সুযোগ্য পুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রতিনিধিত্ব করছি। তার পরও আমরা বারবার বঞ্চিত হয়েছি। জাহাঙ্গীর আলম জীবনকে সভাপতি করা হচ্ছে এ খবর শুনে সুজনের অনুসারীরা ¯েøাগান দিতে থাকে এবং আমাদের জুনিয়রদের মারধর করে হল থেকে বের করে দিতে আসে। এ সময় আমাদের জুনিয়ররা তাদের প্রতিহত করে এবং ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। অনুসারীদের হল থেকে বের করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ স¤পাদক ফজলে রাব্বী সুজন বলেন, আমাদের ছেলেদের হল থেকে বের করে দেওয়া হয়েছে এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা ক্যাম্পাসে মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রতিনিধিত্ব করছি। আমাদের নেতার নির্দেশমত একটা কমিটি গঠন করা হয়েছে। তবে ছাত্রলীগের ভিতর লুকিয়ে থাকা কিছু শিবির এটা মানতে পারছে না তাই তারা ক্যাম্পাসে তাÐব চালাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিশ^বিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে বিশ^বিদ্যালয় প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ