বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়নাল আবেদীন জয়, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে :
ব্রিজ আছে রাস্তা নেই। লাখ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ হলেও সেই ব্রিজে জনগণের পা পড়েনি কোনদিন। এমন এক অভিনব উন্নয়ন কর্মকাÐ হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। জানা যায়, উল্লাপাড়া পৌর এলাকার নওয়ার গাছা মহল্লায় তুলিন খাঁনের বাড়ীর সামনে জোলায় ছয় বছর আগে অপরিকল্পিত ভাবে একটি ব্রিজের নির্মাণ করা হয়। প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে ব্রিজ টি নির্মাণ করা হলেও তার সংযোগ সড়ক নির্মাণ না করায় ব্রিজটি তে সাধারণ মানুষ চলাচল করতে পারেনি। এলাকাবাসীদের কাছে ব্রিজটি এখন শুধুমাত্র দুর্ভোগের হয়ে দাঁড়িয়ে আছে। উল্লাপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নেওয়ারগাছায় তুলিন খাঁনের বাড়ির কাছে খালের উপর বিগত ২০১২ সালে প্রায় সাত মিটার দীর্ঘ এ ব্রীজটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় পৌরসভা থেকে ঠিকাদারের মাধ্যমে প্রায় ১৬ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি নির্মান করা হয়। উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণ বাস্তবায়ন হয়।
প্রায় ছয় বছর আগে এ ব্রিজটি নির্মাণ কাজ শেষ হলেও দু’পাশের সংযোগ সড়ক নির্মাণ না করায় ব্রিজটি দিয়ে মানুষের চলাচল সম্ভব হচ্ছে না। এর আগে এ ব্রিজটির পাশ্বেই ২০০৮ সালে পৌরসভার অর্থায়নে আরো একটি ব্রিজ নির্মাণ করা হয়। ওই ব্রিজটি পাশে রেখেই পরে আরেকটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। প্রথম ব্রিজটি পরিকল্পনা ছাড়াই খুঁটি গেড়ে অভিনব ব্রিজ তৈরির চেষ্টা করা হয়। কিন্তু সেটি কোন কাজে আসেনি। তাই পাশে আরেকটি ব্রিজ তৈরি করা হয়েছে। কেবল সংযোগ সড়ক না থাকায় এ ব্রিজ দুটি মানুষের কোন কাজেই আসছে না। বৃষ্টি, বর্ষাকালে ব্রিজের ওপর দিয়ে দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করে সাধারণ মানুষ। শুকনো মৌসুমে ব্রিজের পাশ দিয়ে হেটে চলে। স্থানীয় মহি উদ্দিন খাঁন বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকল্প কোন রাস্তা না থাকায় বর্ষাকালে ব্রিজের ওপর দিয়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করে আসছে। উল্লাপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন তালুকদার জানান, খালটির দু’পাশের বসতিদেরকে বিভিন্ন যানবাহনে অন্য পথে ঘুরে যেতে হয়। ওই মহল্লা বাসীদের এমন দূর্ভোগের বিষয় তিনি মেয়র কে জানিয়েছেন। পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম জানান, বিগত সময়ে এটি অসমাপ্ত রাখায় সরকারের অর্থ অপচয় করা হয়েছে বলে তিনি মনে করেন। জরুরী ভিত্তিতে দু’পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এদিকে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্ধা বাজারের পূর্বপাশে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর থেকে প্রায় একযুগ আগে আরেকটি ব্রিজ নির্মাণ করা হয়। লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটিও সংযোগ সড়কের অভাবে মানুষের কোন কাজে আসেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।