প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসানের পরিচালনায় ঈদের নাটকে অভিনয় করলেন জাহিদ হাসান নিজে এবং অভিনেত্রী মোনালিসা। মেহরাব রচিত নাটকটির নাম ‘যে মাসে সুখ থাকে’। জাহিদ হাসান বলেন, ‘আমি সাধারণত অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে মাঝে মধ্যে নাটক নির্মাণ করতেও ভালো লাগে। এ ভালোলাগা থেকেই একটি বার্তাধর্মী নাটক নির্মাণ করেছি, যার নাম দিয়েছি যে মাসে সুখ থাকে। এই নাটকে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে মোনালিসা। মোনালিসা আমার পরিবারেরই একজনের মতো। অভিনয়ের প্রতি তার একাগ্রতা মুগ্ধ করে আমাকে। সবচেয়ে বড় কথা, একটি দৃশ্যে অভিনয় করার আগে সে বারবার রিহার্সেল করে এবং দৃশ্যটি বেশ ভালোভাবে বুঝে নেয়ার চেষ্টা করে। আমি তার অভিনয়ে তৃপ্ত।’ মোনালিসা বলেন, ‘জাহিদ ভাই নিঃসন্দেহে এদেশের নাট্যাঙ্গনের একজন কিংবদন্তী অভিনেতা। তার চোখের সামনেই আমার বেড়ে উঠা। তিনি আমার বড় ভাইয়ের মতো। তাকে ভীষণ শ্রদ্ধা করি। তার সঙ্গে কাজ করতেও স্বাচ্ছন্দ্যবোধ করি। আশা করি, নাটকটির গল্প এবং আমাদের দু’জনের অভিনয় দর্শকের ভালো লাগবে।’ জাহিদ হাসান জানান, আসছে ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে। ঈদে এটিএন বাংলার জন্য আরো একটি নাটক নির্মাণ করবেন জাহিদ হাসান। এদিকে মোনালিসা এরইমধ্যে শেষ করেছেন বি ইউ শুভ’র নির্দেশনায় ‘আমরা ভিনদেশী তারা’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো। এছাড়া চলতি মাসের পুরোটাই তিনি নাটকের শূটিং নিয়ে ব্যস্ত থাকবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।