Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওভারবোর্ড

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম


রব গ্রিনবার্গ পরিচালিত কমেডি ফিল্ম ‘ওভারবোর্ড’। গ্রিনবার্গের এটিই প্রথম চলচ্চিত্র; এর আগে তিনি বেশ কিছু টিভি চলচ্চিত্রও সিরিজের পর্ব পরিচালনা করেছেন।
তিন সন্তানের একক মা কেইট (অ্যানা ফ্যারিস) নার্স হবার জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সে পিৎসা ডেলিভারি দেয়া আর কার্পেট পরিষ্কারের কাজ করে। একবার সে মেক্সিকোর সবচেয়ে ধনবান পরিবারের স্বার্থপর, বখে যাওয়া প্লেবয় লিওনার্দো’র (ইউজেনিও দেরবেস) বিলাসবহুল প্রমোদতরী পরিষ্কার করার কাজ পায়। একসময় লিওনার্দো কেইটের প্রাপ্য দিতে অস্বীকৃতি জানায়। শুধু তাই নয় তার সব যন্ত্রপাতি পানিতে ফেলে দেয়। এর কয়েক বছর পর রাতে পার্টি করে বেসামাল অবস্থায় পানিতে পড়ে যায়। অরেগনের উপকূলে স্মৃতিভ্রষ্ট অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে তাকে দেখাশোনার ভার পড়ে কেইটের ওপর। প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেয় সে। সে নিজেক তার স্ত্রীর পরিচয় দেয় এবং জানায় সে তিনটি কাজ করে, বলাই বাহুল্য কাজগুলো খুব কষ্টসাধ্য।
হলিউড শীর্ষ পাঁচ
১ অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার
২ ওভারবোর্ড
৩ আ কোয়ায়েট প্লেস
৪ আই ফিল প্রিটি
৫ র‌্যাম্পেজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ