Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লবণ জমি থেকে অন্যত্র সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

ভারুয়াখালীতে গুচ্ছগ্রামের স্থান পরিবর্তনের দাবিতে ক্ষুব্ধ লবণচাষিদের সমাবেশ

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : গুচ্ছগ্রাম প্রকল্পের স্থান পরিবর্তনের দাবিতে কক্সবাজার সদরের ভারুয়াখালীতে সমাবেশ করেছে ক্ষুব্ধ লবণ চাষী ও স্থানীয়রা। এতে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে নেয়ারও দাবি জানিয়েছেন তারা। ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশর্^বর্তী বাজারে লবন চাষী রহমত উল্লাহর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. সলিম উল্লাহ, এড. নুরুল ইসলাম, লবণ ব্যবসায়ী মাস্টার আবুল হোসেন, লবণ চাষী হুমায়ুন কবির, মাস্টার মোজাফ্ফর আহমদ প্রমুখ। সম্প্রতি অনুষ্ঠিত এ সমাবেশে হাজার হাজার নারী-পুরুষ স্বতস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর প্রকল্পের বিরুদ্ধে কেউ নয়। সাধারণ লবণ চাষীদের উপর নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে তাদের ভাতের ঘর লবণ মাঠের উপর গুচ্ছগ্রাম স্থাপনের সিদ্ধান্ত নেয়ায় তারা ক্ষতিগ্রস্থ। অতীতের চেয়ারম্যানরাও ইউনিয়নের মনোরম স্থানে গুচ্ছগ্রাম স্থাপন করেছেন। এসময় কোন ব্যক্তির ক্ষতি হয়নি। দীর্ঘদিন ধরে লবণ চাষ করে চাষীরা সংসারের আহার যোগাড় করে আসছে। ঠিক সে মুহুর্তে ইউনিয়নের লোভী চেয়ারম্যান শফিকুর রহমানের লোলুপ দৃষ্টি পড়ে ঐ লবণ মাঠে। উক্ত ইউনিয়নের একাধিক স্থানে পরিত্যাক্ত জমি থাকা সত্তে¡ও প্রতিহিংসা পরায়ন হয়ে বর্তমান চেয়ারম্যান গরিবের পেটে লাথি মারছে বলে তারা অভিযোগ করেন। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ওই গুচ্ছ গ্রামের জায়গার উপর নির্মাণ কাজ শুরুর অযুহাতে গত ৭ এপ্রিল চেয়ারম্যানের নেতৃত্বে হামলা চালায় একদল দূর্বৃত্ত। এতে ক্ষুব্ধ হয়ে উঠে লবণ চাষীরা। যে লবন মাঠ নিয়ে ঘটনা হয়েছে ঐ মাঠের প্রায় ৭ একর ১১ শতক জমি সরকার থেকে লিজ নিয়েছিলেন এলাকার ৪০ জন ব্যক্তি। উক্ত লিজের মেয়াদ এখনো বিদ্যামান রয়েছে। এটি গুচ্ছগ্রামের জন্য নির্ধারন হলে লিজ নেওয়া ব্যক্তিরা উচ্চ আদালতে একটি মামলাও দায়ের করেন। যা এখনো তদন্তাধীন বলে জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ