Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজাপুরে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম


রাজাপুর (ঝালকাঠি)উপজেলা সংবাদদাতা : রাজাপুর সদরে স্বনামধন্য সোহাগ ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও রাজাপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব সোহাগের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ও স্বল্প মূল্যে ঔষধ বিক্রয়ের দায়ে ঔষধ সমিতি কর্তৃক চাপ প্রয়োগ করে ইসলামিয়া ফার্মেসীতে ঔষধ বিতরণ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রাজাপুর প্রেসক্লাব চত্বরে আহসান হাবিব সোহাগ পরিচালিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও রাজাপুর উপজেলার সর্বস্তরের জনগনের আয়োজনে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৩ শতাধিক নারী পুরুষের অংশ গ্রহনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মনবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান ডেজলিং তালুকদার, ব্যবসায়ীদের পক্ষ থেকে মোঃ হুমায়ুন কবির হিমু ও আল-কাদেয় ক্লিনিকের পরিচালক মোঃ আনোয়ার হোসেন মিলন প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন আহসান হাবিব সোহাগের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে সকল ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানায়। তারা আরও বলেন যে মানুষটি রাজাপুরের মাটিতে স্বাস্থ্যসেবায় সুখ্যাতি অর্জন করেছেন। সাধারন মানুষকে সুলভ মুল্যে ঔষধ বিক্রি করায় দুস্কৃতিকারীরা চক্রান্ত করে মিথ্যা মামলা দায়ের করেছে তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ