রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে তাজ উদ্দীন : লোহাগাড়া উপজেলা সরকারি হাসপাতালে ডেলিভারী রোগীকে দুুর দুর করে বের করে দিল নার্স ছায়া চৌধুরী। সামনে উঠানে বাচ্চা প্রসব করল মরিয়ম বেগম। সে উপজেলার পুটিবিলা গৌড়স্থান এলাকার দিন মজুর মহররম মিয়ার স্ত্রী। গত বুধবার রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রোগীর স্বজনরা জানিয়েছেন, গর্ভবতী মরিয়ম বেগম প্রচন্ড ব্যথা নিয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। কর্তব্যরত ডাক্তার আব্দুল্লাহ আল মামুণ রোগীর প্রাথমিক অবস্থা দেখে হাসপাতালের সিনিয়র নার্স ছায়া চৌধুরীর কাছে পাঠান। মরিয়ম বেগমের স্বজনরা তাকে ছায়া নার্স ছায়া চৌধুরীর কাছে নিয়ে যাবার সাথে সাথেই রোগী ও তার স্বজনদের সাথে সে দুর্ব্যবহার শুরু করে। এক পর্যায়ে এখান বের হও বলে জোর করে রোগী ও তার স্বজনদের বের করে দেন। মরিয়ম বেগমের শাশুড়ী আবিয়া খাতুন কান্নাজড়িত কন্ঠে বলেন, নার্সকে অনেক অনুনয় বিনয় করতেছিলাম এমনকি পায়ের ধরার বাকী ছিল কিন্তু সে আমাদের কোন কথাই শুনতে চায়নি বের হও বলে জোর করে দুর দুর করে হাসপাতাল থেকে বের করে দিল। এদিকে বাধ্য হয়ে হাসপাতাল থেকে বের হতে গেলে হাসপাতালের সামনে উঠানে বাচ্চা প্রসব করে ফেলে মরিয়ম বেগম। সন্তান প্রসবের একটু পরে সন্তানটি মুত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে ওই এলাকার চেয়ারম্যান জহির উদ্দীন দ্রæত হাসপাতালে ছুটে যান। রোগীকে উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করিয়ে দেন। এ সময় রোগীর প্রচন্ড রক্তক্ষরন হচ্ছিল। নার্স ছায়া চৌধূরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মরিয়ম বেগমের প্রচন্ড ব্যথা উঠার কারনে ডাক্তার তার কাছে পাঠিয়েছিলেন। এমন পেইন উঠলে নরমাল ডেলিভারী হয় ঠিকই কিন্তু প্রসুতি মায়ের ডান পা বের হয়ে যাওয়াতে রোগীকে চমেক হাসপাতালে প্রেরন করতে বলেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।