Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান বিচারপতি একা কোনো সিদ্ধান্ত নেয় না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ৩:৪৮ পিএম | আপডেট : ৮:২৬ পিএম, ১০ মে, ২০১৮

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, অনেকের ভুল ধারণা রয়েছে, প্রধান বিচারপতি সব কিছু একা করেন। প্রধান বিচারপতি একা কোনো সিদ্ধান্ত নেয় না। আমরা সব কিছু করি ম্যাজরিটির মতামতের মাধ্যমে।

বৃহস্পতিবার গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আপিল শুনানির শেষ পর্যায়ে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তিনি বলেন, আপিল বিভাগে আমাদের সব বিচারপতির জুডিশিয়াল পাওয়ার সমান। এখানে প্রধান বিচারপতির আলাদা কোনো ক্ষমতা নেই। প্রধান বিচারপতি একা সব করেন এটা ভুল ধারণা । এখানে আমার ব্রাদার জাজদের যে ক্ষমতা প্রধান বিচারপতিরও সমান ক্ষমতা। এরপর বিচারপতিরা এজলাস থেকে নেমে আলোচনার জন্য খাসকামরায় যান।

এর প্রায় ২০ মিনিট পর বিচারকরা এজলাসে ফিরে আদেশ দেন। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ তুলে দিয়ে আইন অনুযায়ী আগামী ২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতেই হবে বলে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।



 

Show all comments
  • md abu bakkar siddik ১০ মে, ২০১৮, ৬:৩৮ পিএম says : 0
    kotha ta khub valu lagasay
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ