Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা: দুপচাঁচিয়া উপজেলার সাবেক পাট প্রতিমন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান এর গতকাল ৯ মে বুধবার সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ হয়েছে। উপজেলার তালোড়ার গাড়িবেলঘড়িয়া গ্রামের আলহাজ্ব নুরুল হুদা এর ছেলে মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর বগুড়া জেলা মুজিব বাহিনী কমান্ডার, সাবেক পাট প্রতিমন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান এর প্রথম জানাজার নামাজ বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে, গতকাল দুপুর পৌনে ১ টায় দুপচাঁচিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাদ যোহর তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তালোড়ায় জানাজার পূর্বে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও শাহেদ পারভেজ এর নেতৃত্বে একদল চৌকশ পুলিশ গার্ড অব অনার প্রদান করে। পরে তার গ্রামের বাড়ী তালোড়ার গাড়ীবেলঘরিয়া গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য গত মঙ্গলবার সকালে ঢাকার উত্তরায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ