বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা: ঢাকাস্থ তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি তেজগাঁ কলেজের অধ্যক্ষ ও জামালপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী দলীয় প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশীদ গতকাল বুধবার বিকেলে সরিষাবাড়ী শিল্পকলা একাডেমী মিলনায়তনে সরিষাবাড়ীর আওয়ামী দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেন। সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ হারুনুর রশীদের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ১টি ইউনিয়ন বাদে ৭টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদক, ৭২টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদক সহ ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। জামালপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট জহুরুল ইসলাম মানিকের উপস্থাপনায় এ সময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ঠ শিল্পপতি তারাকান্দি ট্রাক ও ট্রাংলড়ি মালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,আওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফতে লোহানী, পিংনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানা, ছাত্রলীগ সভপাতি আল আমিন হোসাইন শিবলু প্রমুখ। মত বিনিময় সভার প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুর রশীদ সরিষাবাড়ীর নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ বর্তমানে উন্নয়নশীল দেশে রুপান্তরিতের পথে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আর একটিবার ক্ষমতায় যান দেখবেন এ দেশের মানুষের ভাগ্য কত বদলিয়েছে। তার জন্য দরকার শেখ হাসিনার হাতকে শক্তিশারী করা। তার হাত শক্তিশালী বলতে দেশের প্রতিটি আসনে আওয়ামী সমর্থিত এমপি প্রার্থীকেনৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করা। আমি এমপি হতে চাইনি। সরিষাবাড়ীর মাটি ও মানুষ আমাকে বার বার এমপি হতে উৎসাহিত করে। তাই আমি এবার জোড়ালে প্রার্থী। আমি যদি এমপি হই তবে শুধু সরিষাবাড়ীর মাটি ও মানুষের রংই বদলাবেনা, বদলাবে পুরা সরিষাবাড়ীর চিত্র। শেখ হাসিনা এদেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে বদ্ধ পরিকর। আপনারা আর একবার নৌকায় ভোট দিন সুফল আসবে অবশ্যই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।