বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুর সদর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ৪টি ইউনিয়নে তালিকাভুক্ত ১৫০জন ভিক্ষুককে পুর্নবাসন করা হয়েছে। বুধবার দুপুর ১টায় সদর উপজেলা মিলনায়তনে ১৫০ ভিক্ষুকের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
১৫০জন ভিক্ষক সদর উপজেলার মৈশাদী, ইব্রাহীমপুর, হানারচর ও রাজরাজেশ^র ইউনিয়নের বাসিন্দা। তাদের চাহিদা অনুযায়ী অর্থ দিয়ে পুনর্বাসন করা হয় এবং তারা আর ভিক্ষা করবে না মর্মে অঙ্গীকার করে অনুষ্ঠানে উপস্থিত হন। জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমান উল্যাহ রাজু চৌধুরী, সদর উপজেলা আ’লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা।
একই অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ডাঃ দীপু মনি এমপি সদর উপজেলার তালিকাভুক্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করেন। সদর উপজেলায় বর্তমানে ১ হাজার ৪শ’ ৪জন ভাতাপ্রাপ্ত উপকারভোগী রয়েছেন। এছাড়া সরকারি উপকারভোগী ২২০ কৃষকের মধ্যে ১৯৬জনকে উফসী ও ২৪ জনকে নেরিকা আবাদের জন্য প্রণোদনা প্রদান করা হয়। এসব কৃষক উফসীর জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমপিও ও সেচ বাবদ নগদ ৫শ’ টাকা পেয়েছেন। আর নেরিকা আবাদের জন্য ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সেচ বাবদ ও আগাছা নাশক বাবদ ১হাজার টাকা প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।