বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেয়ায় ডিএমপির তেজগাঁও থানার এসআই শবনম সুলতানা পপিকে পুরস্কৃত করেছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গত সোমবার সকালে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালনকালে মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক। এ সময় শবনম সুলতানা পপির কাজের প্রশংসা করে আইজিপি বলেন, তিনি দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যে নৈপূণ্য দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আহত গাড়িচালককে সেবা দিয়ে সেবার অনন্য নজির স্থাপন করেছেন। তার এ মানবিক উদ্যোগের ফলে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, এসআই শবনম সুলতানা পপি গত ২২ এপ্রিল শাহীনবাগ এলাকায় দায়িত্ব পালনকালে বেতার বার্তার মাধ্যমে সিভিল এভিয়েশন স্কুলের সামনে সড়ক দুর্ঘটনার সংবাদ পান। তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করেন এবং একটি ব্রেকবিহীন গাড়ি চালিয়ে সরিয়ে নিয়ে যানচলাচল স্বাভাবিক করেন। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।