বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট ব্যুরো: আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার সকালে নগরভবনে আয়োজিত এক সভায় এ আহবান জানান তিনি। সিসিকের প্রধান নির্বাহী এ জেড নূরুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র বলেন, রমজানের আগে ও পরে কোনভাবেই পণ্যের দাম বাড়ানো যাবেনা। সিসিক এক্ষেত্রে নগরীর প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে মোবাইলকোর্ট পরিচালনা করবে। এছাড়া রাস্তা দখল করে খোলা বাজারে ইফতার সামগ্রী বিক্রয় না করার অনুরোধ জানিয়ে সিসিক মেয়র। সভায় সিসিক মেয়র মাংস বিক্রেতাদের যেখানে-সেখানে পশু জবাই না করে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে জবাই করার নির্দেশ দেন। এছাড়া নগরবাসীর চাহিদামত গ্যাস,পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষে উপস্থিত সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় বক্তব্য রাখেন সিসিকের সচিব বদরুল হক, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর দিনার খান হাসু, মো. রাজিক মিয়া, এবিএম জিল্লুর রহমান উজ্জল, আফতাব হোসেন খান, মহিলা কাউন্সিলর কোহিনূর ইয়াসমিন ঝর্না, জাহানারা খানম মিলন, দিবা রানী দে, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুজ্ঞান চাকমা, র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, এসসিসি আইর পরিচালক আমিরুজ্জামান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল। সভায় সিসিকের কর্মকর্তাগণ বিভিন্ন মসজিদের ইমাম, বিদ্যুৎ, ফায়ার সার্ভিসসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।