Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবসেবায় যে আনন্দ তা অন্যকিছুতে পাওয়া যায় না মেয়র বুলবুল

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মো: মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আর্তমাবতার সেবায় চেয়ে বড় আর কিছু নেই। মানুষ মানুষের জন্য। অসহায় মানুষদের একটু সহানুভুতিতে বদলে যেতে পারে আমাদের চারপাশ। তিনি বলেন, সারা বিশ্বজুড়ে চলছে হানাহানি যুদ্ধ বিগ্রহ। যেখানে মানুষ বিপন্ন সেখানে জীবন বাজী রেখে কাজ করছে রেডক্রিসেন্ট রেডক্রসের কর্মীরা। আমাদের দেশের রোহিঙ্গাদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রেডক্রিসেন্ট কর্মীরা। আসলে মানবসেবার মধ্যে যে আনন্দ তৃপ্তি অন্যকিছুতে তেমন পাওয়া যায়না। মঙ্গলবার রেডক্রিসেন্টের অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজশাহীতে রেডক্রিসেন্ট সিটি ইউনিটের উদ্যোগে পালিত হয়েছে রেডক্রিসেন্ট দিবস। কেককেটে রেডক্রস রেডক্রিসেন্টের জনক হেনরী ডুনান্টের ১৯০তম জন্ম দিন পালন করা হয়। জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন, বিভিন্ন স্কুল কলেজের শত শত ছেলে মেয়ে রেডক্রিসেন্ট যুব সদস্যরা র‌্যালিতে অংশ নেয়। রেডক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল হতে র‌্যালি শুরু হয়ে নগরীর গুরুত্বপূন সড়ক প্রদক্ষিন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ