Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম


মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে ধর্ষিতা কিশোরীর পিতা বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ধর্ষক রুহিন (৩৫) এর বিরুদ্ধে। মামলা দায়েরের পরপরই পুলিশ রুহিনকে গ্রেফতার করেছে।
স্থানীয়, হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, শহরের ডিসি ব্রিজ এলাকায় দীর্ঘদিন থেকেই বসবাস করছে ধর্ষিতা ঐ কিশোরীর পরিবার। কিশোরীর ভাই অসুস্থ্য থাকায় তার চিকিৎসার জন্য মা-বাবাসহ পরিবারের সকলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চলে যায়। সেখানে চিকিৎসা চলছিল তার ভাইয়ের। গত শনিবার বিকালে বৃষ্টি হওয়ার সময় পাশের বাড়ীর বখাটে রুহিন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঐ কিশোরীর পরিবার ফরিদপুর থেকে এসে এ ঘটনা জানতে পেরে সোমবার সকালে ধর্ষিতাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ঐ কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ধর্ষিতা কিশোরীর পিতা বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ধর্ষক রুহিন (৩৫) এর বিরুদ্ধে। মামলা দায়েরের পরপরই পুলিশ রুহিনকে গ্রেফতার করেছে এবং আদালতে চালান করে দেয়া হয়েছে।
ধর্ষিতা কিশোরীর মা বলেন, আমার মেয়েকে যে ক্ষতি করেছে তার দৃষ্টান্ত মূলক বিচার চাই। এ ঘটনার জন্য ঐ লোক যাতে পার না পেয়ে যায় সে জন্য সকলের সহযোগিতা চাই। সাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. অখিল সরকার বলেন, কিশোরীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। মেডিকেল রিপোর্টের জন্য মেয়েটির শরীর থেকে আলমত সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই প্রকৃত ঘটনা জানা যাবে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ডিসির ব্রিজ এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করে ঐ মেয়ের পিতা। মামলার ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয় এবং আদালতে চালান করে দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ