বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : অসুস্থ সাংবাদিক ও কলামিস্ট, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সরকার আদম আলীকে দেখতে তার বাস ভবনে উপস্থিত হন নরসিংদী জেলা বিএনপির ইসলামী আন্দোলন নরসিংদীর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী, নরসিংদী সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লা, নরসিংদী মডেল কলেজের সভাপতি জাকারিয়া, প্রধান পরিচালক মো. কামরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল বারী ও সেক্রেটারি আশরাফ উদ্দিন ভূঞার নেতৃত্বে ইসলামী আন্দোলনের একটি দল সাংবাদিক সরকার আদম আলীর বাস ভবনে গিয়ে তার শারীরিক স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নেন। এরপর নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, জেলা যুবদলের আহবায়ক মহসীন হোসেন বিদ্যুৎ, ইসলামিক ইউনিভার্সিটির চেয়ারম্যান মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরী, তরুন বক্তা মাওলানা সিফাত, নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, শিল্পপতি মাহমুদুল হক ভূঞা, নরসিংদীর পৌর কমিশনার ইঞ্জিনিয়ার ফজলুল হক লিটন সাংবাদিক সরকার আদম আলীর বাসায় গিয়ে তার স্বাস্থ্যের খবরাখবর নেন এবং আশু রোগ মুক্তির জন্য দোয়া করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মুফতি কাউসার আহমেদ ভূঞা, কেন্দ্রীয় উপ-সম্পাদক মাও. আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামিক শ্রমিক আন্দোলনের সভাপতি মাও. নাজিম উদ্দিন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি জয়নাল আবেদিন ভূইয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।