বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া ব্যুরো : বগুড়াবাসীর দীর্ঘ দিনের দাবির মুখে অবশেষে বগুড়া শহর থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অনুমোদনের জন্য ১০৫ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব (ডিপিপি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ১ দশমিক ৮৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য ৮১ কোটি টাকা এবং সড়ক নির্মাণে ২৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে। এদিকে প্রস্তাবিত কয়েকটি ডিপিপিতে নন্দীগ্রাম-কালিগঞ্জ-রাণীনগর ১৭ দশমিক ৫০ কিলোমিটার সড়ক উন্নয়নে ১৬০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। নন্দীগ্রাম (ওমরপুর)-তালোড়া-দুপপচাঁচিয়া-জিয়ানগর-আক্কেলপুর ২২ দশমিক ৫০ কিলোমিটার সড়ক উন্নয়ন, মোকামতলা-সোনাতলা-হরিখালী-হাটশেরপুর-সারিয়াকান্দি সড়কের আড়িয়ারহাট সেতু নির্মাণ ও বগুড়া-সারিয়াকান্দি সড়ক প্রশস্ত করণে আরো ২৫০ কোটি টাকার ডিপিপি প্রস্তাবাধীন রয়েছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান ইনকিলাবকে বলেন, ১০৫ কোটি টাকার সড়ক সংযোগ ডিপিপি একনেক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অন্যান্য অগ্রাধিকার ডিপিপিগুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করা যায় অচিরেই ডিপিপি অনুমোদন হলে প্রকল্প কাজ শুরু করা সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।