Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেট মহানগর বিএনপির সমাবেশ শেষে পেট্রোল বোমা বিস্ফোরণ

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম


সিলেট ব্যুরো: সিলেটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ শেষে জিন্দাবাজার এলাকায় একটি পেট্রোল বোমা বিস্ফোরণ হয়েছে। তবে এ সময় কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। সমাবেশে বক্তারা দ্রæত খালেদা জিয়ার মুক্তি না দিলে সিলেট থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন । সমাবেশ শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় রাস্তায় একটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণে এ সময় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে পথচারীররা এসে আগুন নিভিয়ে ফেলেন। কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান, পেট্রোল বোমা বিস্ফোরণের কোন খবর তিনি পাননি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ